সন্ত্রাসী হামলার বৃত্ত থেকে বেরই হতে পারছে না পাকিস্তান। গত ৩০ জানুয়ারি পেশোয়ারের পুলিশ লাইনস এলাকায় একটি মসজিদের ভেতর নামাজের সময় বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হন। এবার করাচির পুলিশ প্রধানের অফিসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
ডনের খবরে বলা হয়েছে, শরিয়া ফয়সালে অবস্থিত করাচি পুলিশ প্রধানের অফিসে ৮ থেকে ১০ জন অস্ত্রধারী আক্রমণ করেছে। পুলিশের অভিযান চলছে। এখন পর্যন্ত দুইজন সন্ত্রাসী এবং নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসীরা গ্রেনেড ছুড়ে মেরেছে।
খবরে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর পোশাক পরে হামলা শুরু করে। পরিচ্ছন্নতা অভিযানে রেঞ্জারর্স এবং পুলিশ সদস্যরা নেতৃত্ব দিচ্ছে।
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ বলেন, এখন পর্যন্ত পাঁচতলা ভবনের তিনতলা মুক্ত করা হয়েছে। ওই এলাকায় পাকিস্তানের একটি বিমানঘাঁটিও রয়েছে। সেটিতেও হামলা হয়েছে। এখন পর্যন্ত প্রকৃত হতাহতের খবর বলা যাচ্ছে না। সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
তেহরিক-ই তালেবান (টিটিপি) আক্রমণের দায় স্বীকার করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল