উত্তরপূর্ব সিরিয়ায় এক অভিযানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব দ্য ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (এসআইএসএল) একজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেছে, বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে তাদের চারজন সেনা আহত হয়েছেন।
নিহত আইএসআইএল নেতার নাম হামজা আল হোমসি। উত্তরপূর্ব সিরিয়ায় এক হেলিকপ্টার অভিযানে তিনি নিহত হন।
মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই অভিযানে সহায়তা করে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, লক্ষ্যবস্তুর কাছে এক বিস্ফোরণে তাদের চারজন সেনা এবং অভিযানে থাকা একটি কুকুর আহত হন।
শুক্রবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, নিহত আইএসআইএল নেতা আল হোমসি পূর্ব সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীটির ভয়াবহ নেটওয়ার্কের দেখভালের দায়িত্বে ছিলেন। অভিযানে আহত চার সেনা এবং কুকুরের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাদের ইরাকে চিকিৎসা চলছে। অভিযানে কোনো বেসামরিক নাগরিককে টার্গেট করা হয়নি এবং আহতও হয়নি বলে জানান তিনি। সূত্র: আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল