২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:২৫

যুদ্ধের বর্ষপূর্তি সামনে রেখে ‘গুরুত্বপূর্ণ’ ভাষণে যা বললেন পুতিন

অনলাইন ডেস্ক

যুদ্ধের বর্ষপূর্তি সামনে রেখে ‘গুরুত্বপূর্ণ’ ভাষণে যা বললেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাষণ দেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের ফেডারেল অ্যাসেম্বেলিতে ভাষণ দিচ্ছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের একবছর পূর্তি হবে। এ কারণে পুতিনের ভাষণকে ‘গুরুত্বপূর্ণ’ মনে করা হচ্ছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, বক্তব্যের শুরুতে পুতিন ‘ঐতিহাসিক ঘটনা’ রাশিয়ার ভবিষ্যত নির্ধারণ করবে বলে উল্লেখ করেন। রাশিয়ার প্রত্যেক নাগরিকের এখানে বিশাল দায়িত্ব রয়েছে মন্তব্য করে পুতিন বলেন, রাশিয়া নাৎসি হুমকির সম্মুখীন। কিয়েভ সরকার থেকে তার দেশ প্রতিনিয়ত হুমকি এবং ঘৃণার মুখোমুখি হচ্ছে।

পুতিন আরও বলেন, দোনবাস অঞ্চলের সংঘাত তিনি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু শান্তির প্রতি পশ্চিমা অঙ্গীকার ‘প্রতারণা’য় পর্যবসিত হয়েছে। কিয়েভ জীবাণু অস্ত্র এবং পারমাণবিক অস্ত্র জমা করার চেষ্টা করছে বলেও অভিযাগ করেন তিনি। পুতিন বলেন, আমি পুনরাবৃত্তি করতে চাই, যুদ্ধের জন্য তারাই (ন্যাটো, যুক্তরাষ্ট্র) দায়ী এবং আমরা এটি বন্ধ করার জন্য শক্তি প্রয়োগ করছি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর