চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং-ই এখন রাশিয়ায় অবস্থান করছেন। স্থানীয় সময় বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতের পর ওয়াং-ই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসেন।
পুতিনের সঙ্গে ওয়াং-ই এর বৈঠকের একটি ছবি বিবিসি ও সিএনএনে প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, একপাশে পুতিন এবং অন্যপাশে ওয়াং-ই বসে আছেন।
বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘চীনের সঙ্গে সম্পর্ক বেশ উন্নতি হচ্ছে। চলতি বছর মস্কো ও বেইজিং ব্যবসায় নতুন লেভেলে পৌঁছাতে পারে।’
চীনের শীর্ষ কূটনীতিককে পুতিন বলেন, কঠিন এই বৈশ্বিক পরিস্থিতিতে তার সঙ্গে (ওয়াং-ই’র সঙ্গে) কথা বলতে অপেক্ষা করছিলেন তিনি।
ওয়াং-ই জবাবে পুতিনকে বলেন, ‘অন্য কোনো দেশের চাপে চীন-রাশিয়ার সম্পর্কে প্রভাব ফেলবে না। মস্কোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াতে তার দেশ প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।’
পশ্চিমারা ওয়াং-ই’র মস্কো সফর গভীরভাবে পর্যবেক্ষণ করছে। রাশিয়া-চীনের এমন সম্পর্ক ইউক্রেন যুদ্ধে প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। আবার অনেকে বলছেন, যুক্তরাষ্ট্র এখন দুইফ্রন্টে শত্রুদের মোকাবিলা করছে। একটা রাশিয়া আর অন্যটা চীন। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল