পাকিস্তানের পাঞ্জাবে ‘জেলে ভরো’ কর্মসূচি পালন শুরু করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। কর্মসূচিতে উপস্থিত ২০০ এরও বেশি সমর্থক ‘কোর্ট অ্যারেস্টের’ মুখোমুখি হতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে।
ডনের খবরে বলা হয়েছে, আন্দোলনের প্রতি সমর্থন সংগ্রহে ফয়সালাবাদ, কাসুর এবং শেখুপুরাসহ বিভিন্ন শহরে সমাবেশ করছে পিটিআই।
দুই দিন আগে পিটিআই প্রধান ইমরান খান টুইটারে এক ভিডিও বার্তায় দলের সমর্থকদের কারাগার ভরাট করতে এবং ভয়ের মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে আহ্বান জানান।
‘জেল ভরো তেহরিক’-এর অন্যতম নেতা সিনেটর এজাজ চৌধুরী জানান, কর্মসূচির প্রথম দিনে জন্য ২০০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, দলের সদস্য এবং শীর্ষস্থানীয়রা ‘কোর্ট অ্যারেস্ট’ কর্মসূচির জন্য প্রস্তুত রয়েছেন। পিটিআই নেতা বলেন, এই আন্দোলন মানবাধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ। এছাড়া, আকাশছোঁয়া মূল্যস্ফীতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার এই কর্মসূচিতে যোগ দিয়েছেন সমর্থকরা।
দলের আরেক নেতা আসাদ ওমর এক সাক্ষাৎকারে জানান, দেশের ২২০ মিলিয়ন মানুষের জন্য নিজেদের ‘ব্যক্তি স্বাধীনতা’ ত্যাগ করতে রাজি আছেন পিটিআই নেতারা। তিনি আরও বলেন,আমার ব্যক্তিগত অভিমত হলো, পরিস্থিতি ওই পর্যায়ে যাওয়ার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত।
এদিকে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, পিটিআইয়ের গ্রেফতার হওয়ার এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো- দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা। কোর্ট অ্যারেস্ট কর্মসূচির মাধ্যমে পিটিআই একটি নাটক তৈরি করে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি।
ডনের খবরে বলা হয়েছে, পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেছে এমন তথ্য পাওয়া যায়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল