ঠিক এক বছর আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রুশ আগ্রাসনের প্রথম বার্ষিকীর প্রাক্কালে কিয়েভকে সমর্থনের প্রতীক হিসেবে ইউক্রেনের পতাকার রঙে আলোক সজ্জিত করা হয়েছে আইফেল টাওয়ার।
গতকাল বৃহস্পতিবার সূর্যাস্তের পরপরই নীল আর হলুদ আলোয় ছেয়ে গেছে বিশ্বের অন্যতম দর্শনীয় ল্যান্ডমার্ক, ফরাসী রাজধানীর এই টাওয়ারটি। উপরের অংশে নীল আর নীচে হলুদ আলোর পাশাপাশি চিরাচরিত সাদা স্পটলাইটটি শীর্ষে ঘুরপাক খেতে থাকে টাওয়ারটিতে।
এদিকে, ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রতিশ্রুত এএমএক্স-১০ সাঁজোয়া যানের প্রথম ব্যাচ কয়েক দিনের মধ্যে প্রদান করা হবে।গত এক বছরে যুদ্ধে ইউক্রেন ও রাশিয়ার হাজার হাজার সেনা মারা গেছে। ইউক্রেনের বেশ কয়েক হাজার সাধারণ মানুষের মৃত্যুও হয়েছে। ইউক্রেনের বহু ছোট-বড় শহর ধ্বংস হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। প্রতিটি দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে। এক বছর পরেও সংঘাত বন্ধের কোনও চিহ্নই নেই।
সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত