শিরোনাম
২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩৬

রাশিয়ার বিরুদ্ধে ইইউ’র দশম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা

অনলাইন ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে ইইউ’র দশম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা

রাশিয়ার বিরুদ্ধে দশম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষ্যে এই ঘোষণা দেওয়া হয়।

ইইউ কর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

এই নতুন নিষেধাজ্ঞার আওতায় রুশ বাণিজ্য সীমিত করার বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার অর্থনৈতিক কার্যক্রম সীমিত করতে নতুন প্যাকে ঘোষণা করে ইইউ। প্রযুক্তিগত পণ্য ও অস্ত্র তৈরির খুচরা যন্ত্রাংশও রাশিয়ায় রপ্তানি সীমিত করা হয়।

ইইউর বিবৃতিতে বলা হয়েছে, ‘এই নিষেধাজ্ঞা ইউক্রেনকে যুদ্ধ জয় করতে সাহায্য করবে।’ ‘ইইউ সবসময় ইউক্রেন ও দেশটির মানুষের পাশে আছে। যতদিন লাগে আমরা ইউক্রেনকে সহায়তা দেওয়া অব্যাহত রাখব।’

ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞায় আরও কয়েকটি রুশ ব্যাংক ও বেশ কয়েকজন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাশিয়া ও  ইইউর মধ্যে ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য হ্রাস করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। 


সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর