রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের আকাশে ড্রোনসদৃশ বস্তু দেখা যায়। এই ঘটনার পর সেখানকার পুলকোভা বিমানবন্দরের সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। যদিও ১ ঘণ্টা পর স্থানীয় সময় দুপুর দুইটার দিকে পুলকোভা বিমানবন্দরের ফ্লাইট স্বাভাবিক হয়।
রাশিয়া জানিয়েছে, এই ঘটনার পর তাদের প্রতিরক্ষা বাহিনী বিমান মহড়া চালিয়েছে। এতে আকাশযান প্রতিরোধক যুদ্ধবিমান অংশ নেয়।
পুলকোভা বিমানবন্দরে ফ্লাইট স্বাভাবিক হওয়ার পর এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিমান নিয়ে তাদের পশ্চিমা অঞ্চলের আকাশে মহড়া চালিয়েছে বিমানবাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মহড়ায় প্রতিরক্ষাবাহিনী শনাক্তকরণ, বাধাপ্রদান এবং লক্ষ্যবস্তু নির্ণয়ের কাজ করে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক আরেক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ইউক্রেন তাদের বেসামরিক স্থাপনায় ড্রোন হামলার ‘ব্যর্থ’ চেষ্টা চালিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল