কানাডার পর যুক্তরাষ্ট্রেও ফেডারেল কর্মচারিদের জন্যে নিষিদ্ধ করা হলো ‘টিকটক’। টিকটকের মাধ্যমে চীনারা যুক্তরাষ্ট্র ও কানাডার গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জোর গুঞ্জন উঠার পর এমন পদক্ষেপ গ্রহণ করা হলো। সম্প্রতি চীনা বেলুন যুক্তরাষ্ট্র ও কানাডা সীমানার ভেতরে ঢুকে পড়ার পর এমন ধারনা বদ্ধমূল হয়ে উঠে।
চীনা মালিকানাধীন ‘টিকটক’ খুবই জনপ্রিয় যুব সম্প্রদায়ের মধ্যে। যুক্তরাষ্ট্র ফেডারেল প্রশাসনের ৪০ লাখ কর্মচারিও এটি ব্যবহার করেন বলে জানা গেছে। সবাইকে আগামী ৩০ দিনের মধ্যে তাদের কম্পিউটার, মোবাইলসহ সবধরনের প্রযুক্তি থেকে ‘টিকটক’ মুছে ফেলার নির্দেশ জারি করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি রাতে। একইদিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও অবিলম্বে সকল ফেডারেল কর্মকর্তা/কর্মচারিকে টিকটিক মুছে ফেলার নির্দেশ দিয়েছেন।
যুক্তরাষ্ট্র এবং কানাডার লোকজনকে চীনের বিভ্রান্তিকর তথ্যকে বিশ্বাসযোগ্য করার ক্ষেত্রেও টিকটক অন্যতম একটি অবলম্বন হয়ে উঠেছে বলে বিশেষজ্ঞরা দাবি করছিলেন। বেইজিংয়ে অবস্থিত ‘বাইটড্যান্স’ হচ্ছে টিকটকের মালিক এবং তার সদর দফতর ২০২০ সালে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়েছে।
ফেডারেল চীফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ক্রিস ডিরাশা বলেছেন, যুক্তরাষ্ট্রের ডিজিটাল ইনফ্র্যাকশ্চারের নিরাপত্তা এবং মার্কিনীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার্থে বাইডেন প্রশাসনের অঙ্গিকারের পরিপূরক হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এগার কোটি ৩০ লাখ মানুষ টিকটক ব্যবহার করছেন। এরমধ্যে মাত্র ৪০ লাখ ফেডারেল কর্মচারিকে নিষিদ্ধ করার সুফল আদৌ আসবে কিনা সে প্রশ্ন অনেকের।
বিডি প্রতিদিন/হিমেল