১৯০১ সালের পর ২০২৩ সালে সবচেয়ে উষ্ণতম ফেব্রুয়ারি মাস প্রত্যক্ষ করেছে ভারত। দেশটির আবহাওয়া দপ্তর এই তথ্য দিয়েছে।
এবারের ফেব্রুয়ারিতে ভারতের গড় তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যেটা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে ভারতে তীব্র দাবদাহ দেখা দিতে পারে। এই তাপমাত্রা গম উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও শঙ্কা করছে আবহাওয়াবিদরা।
এক বিবৃতিতে ভারতের আবহাওয়া দপ্তর বলেছে, ‘ভারতে পূর্ব ও কেন্দ্রীয় এবং কিছু উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা প্রত্যক্ষ করেছে।’
ভারতে গত বছরও ব্যাপক দাবদাহ দেখা দিয়েছিল। এবার সেই মাত্রা আরও বাড়বে বলেই শঙ্কা করা হচ্ছে। ফলে ভারতের বিদ্যুৎ খাতও চাহিদা মেটাতে হিমশিম খেতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল