চীনের বাজারে রাশিয়ার ক্রুড তেলের চাহিদা অনেক। মস্কোর কাছ থেকে আরও বেশি জ্বালানি তেল কিনতে আগ্রহী বেইজিং। তবে ব্লুমবার্গের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনের চেয়ে ভারতের কাছেই তেল বিক্রিতে বেশি আগ্রহী রাশিয়া।
আর ভারতের প্রতি রাশিয়ায় আগ্রহের কিছু কারণও জানানো হয়েছে ব্লুমবার্গের প্রতিবেদনে।
‘পণ্য-তথ্য’ কোম্পানি কেপলারের (Kpler) দেওয়া তথ্যের বরাতে এই প্রতিবেদন করা হয়েছে।
বছরখানেক আগেও রাশিয়ার কাছ থেকে তেমন কোনো জ্বালানিই কিনতো না ভারত। আর বর্তমানে ভারতই রাশিয়ার তেলের অন্যতম প্রধান বাজার। কেপলারের শীর্ষ ক্রুড বিশ্লেষক ভিক্তর কাতোনা জানিয়েছেন, গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া থেকে ভারত প্রতিদিন ১.৮৫ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে।
কাতোনা আরও জানিয়েছেন, রাশিয়া থেকে রপ্তানি হওয়া তেলের পুরোটা কিনতেই আগ্রহী চীন। তবে রাশিয়া ভারতীয় বাজার ধরে রাখতে চায় কারণ এটা আকর্ষণীয় এবং এতে সহজেই ক্রুড তেলের বাজার নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে মস্কো।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসেব মতে, গত মাসে চীন রাশিয়া থেকে প্রতিদিন ২.৩ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে।
চীনের তেল শোধন করা কোম্পানিগুলো এ বছর রাশিয়া থেকে আরও ক্রুড তেল কিনতে চায়। তবে চীনারা তেল পরিবহন করে নিজেদের জাহাজে। ফলে রাশিয়া ট্যাঙ্কার খরচ বাবদ পাওয়া অর্থ থেকে বঞ্চিত হয়। ভারতকে তেল দেওয়ার ক্ষেত্রে ট্যাঙ্কার পরিবহন থেকে রাশিয়া যেমন আয় করতে পারে, তেমন ভারতে পৌঁছাতেও সময় লাগে কম।
রাশিয়া থেকে ভারতে তেল নিয়ে আসতে গড়ে সময় লাগে ৩৫ দিন। সেখানে চীনে তেল পাঠাতে মস্কোর সময় লাগে ৪০-৪৫ দিন।
সূত্র: ব্লুমবার্গ
বিডি প্রতিদিন/নাজমুল