৬ মার্চ, ২০২৩ ০৫:০৭

যুক্তরাজ্যের অদ্ভুত দাবি, ইউক্রেনে ‘বেলচা’ নিয়ে লড়ছে রুশ সেনারা!

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের অদ্ভুত দাবি, ইউক্রেনে ‘বেলচা’ নিয়ে লড়ছে রুশ সেনারা!

অস্ত্র ও গোলাবারুদের অভাবে ইউক্রেনে বেলচা জাতীয় অস্ত্র নিয়ে লড়ছে রাশিয়ার রিজার্ভ সেনারা। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন অদ্ভুত দাবিই করেছে।

গোয়েন্দা তথ্যের বরাতে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তরের দাবি, ফেব্রুয়ারির শেষ দিকে রুশ রিজার্ভ সেনাদের নাকি ইউক্রেইনের একটি শক্তিশালী অবস্থানে কেবল আগ্নেয়াস্ত্র ও বেলচা নিয়ে লড়াই চালিয়ে যেতে বলা হয়েছে।

এই বেলচা এমপিএল ৫০ নামে পরিচিত। এটি সাধারণত খোঁড়াখুঁড়ির কাজে ব্যবহৃত হয়। ১৮৬৯ সালে এই হাতিয়ারটি নকশা করা হয়েছিল।

ইউক্রেইনে হাতাহাতি জাতীয় লড়াইর প্রবণতাও বাড়ছে বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, ‘একজন রিজার্ভ সেনা জানিয়েছেন, এভাবে লড়াইয়ের জন্য শারীরিক কিংবা মানসিক কোনওভাবেই প্রস্তুত নন তারা।’

অবশ্য এই খবরের বিষয়ে বিশ্ব গণমাধ্যমগুলো যেমন স্বাধীনভাবে যাচাইবাছাই করতে পারেনি। তেমন রাশিয়ার পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই এটা এখনও কেবল যুক্তরাজ্যের দাবির পর্যায়েই রয়েছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর