৭ মার্চ, ২০২৩ ১৫:১৯

বাখমুতে অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দিয়ে যা বললেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক

বাখমুতে অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দিয়ে যা বললেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনের শক্তিশালী অবস্থান ছিল সোলেদার ও বাখমুত শহরে। কিন্তু কয়েক সপ্তাহ আগে সোলেদার দখল করে নেয় রুশ বাহিনী। এরপর এখন রুশ সেনাদের লক্ষ্য বাখমুত।

বাখমুতে ইউক্রেনীয় সেনাদের পালানোর জন্য এখনো একটি সড়ক খোলা রয়েছে। সেটি দখলেই লড়াই চলছে এখন। ওই সড়ক রাশিয়ার দখলে চলে গেলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে শহরটি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বাখমুতে অতিরিক্ত সেনা প্রেরণের নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেনের কোনো অংশই পরিত্যাগ করা যাবে না।’ সেনাবাহিনীর সঙ্গে আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘চিফ অব স্টাফকে আমি উপযুক্ত বাহিনী খোঁজার কথা বলেছি যারা বাখমুতে থাকা সেনাদের সহায়তা করতে পারবে।  ইউক্রেনের কোনো অংশই ছাড়া যাবে না। ইউক্রেনের প্রত্যেকটি পরিখা আমাদের সেনাদের প্রতিরোধ এবং বীরত্ব প্রদর্শনের জন্য মূল্যবান হবে।’ বাখমুত থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে এটা ‘গুজব’ বলেও জানান তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর