যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের পর এবার দেউলিয়া হওয়ার পথে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ ব্যাংক ক্রেডিট সুইস। আস্থার সংকটের মুখোমুখি হওয়ায় প্রতিষ্ঠানটিকে কিনে নেয়ার আগ্রহ দেখিয়েছে ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড (ইউবিএস)।
গত সপ্তাহে ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারমূল্যের ব্যাপক পতন হয়। তারই ধারাবাহিকতায় ব্যাংকটি তার মোট সম্পদের এক চতুর্থাংশ হারিয়ে ফেলে। পরে বিপদ কাটাতে ব্যাংকটি সরকারের কাছ থেকে ৫ হাজার ৪০০ কোটি ডলার ঋণ সহায়তা চায়।
এদিকে ক্রেডিট সুইস ব্যাংককে বাঁচাতে এগিয়ে এসেছে ইউবিএস। বিশ্বের অন্যতম শীর্ষ এ ব্যাংকটি সুইজারল্যান্ডের সরকারকে জানিয়েছে, তারা ক্রেডিট সুইস ব্যাংক কিনতে আগ্রহী। তবে তারা এ লক্ষ্যে সরকারের কাছ থেকে ৬০০ কোটি ডলার ঋণ সহায়তা চেয়েছে। তবে সুইস কর্তৃপক্ষ এখনো ইউবিএসকে গ্যারান্টি হিসেবে ৬০০ কোটি ডলার দিতে রাজি নয়, বরং সরকার ইউবিএসকে ১৬০ বছরের পুরনো ক্রেডিট সুইস ব্যাংকটি কিনে নেয়ার জন্য চাপ দিচ্ছে।প্রসঙ্গত, ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত হয় ক্রেডিট সুইস ব্যাংক। ১৬০ বছরেরও বেশি পুরোনো এ ক্রেডিট সুইস ব্যাংক বিশ্বের অন্যতম শীর্ষ বিনিয়োগ এবং আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান। ধারণা করা হয়, বিশ্বের শীর্ষ ৩০ ব্যাংকের মধ্যে ক্রেডিট সুইস একটি। বিশ্লেষকদের আশঙ্কা, ব্যাংকটি দেউলিয়া হয়ে গেলে তার ধাক্কা পুরো বিশ্বের আর্থিক খাতে পড়বে।
সূত্র: ব্লুমবার্গ , দ্যা গার্ডিয়ান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ