৩১ মার্চ, ২০২৩ ১৮:১৬

ইউক্রেনে যুদ্ধবিরতির সঠিক সময় এখন নয়: ক্রেমলিন

অনলাইন ডেস্ক

ইউক্রেনে যুদ্ধবিরতির সঠিক সময় এখন নয়: ক্রেমলিন

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

রাশিয়া বলেছে, ইউক্রেনে এখনই যুদ্ধবিরতি তাদের ‘বিশেষ সামরিক অভিযানের’ লক্ষ্য অর্জনে সাহায্য করবে না।

সম্প্রতি বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জাতির উদ্দেশ্যে ভাষণে ‘পূর্ব শর্ত ছাড়াই’ রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় ক্রেমলিন এমন কথা জানাল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘লুকাশেঙ্কোর মন্তব্য রাশিয়া নোট করেছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহে তার সাথে এ বিষয়ে আলোচনা করবেন।’ পেসকভ আরও বলেন, ‘ইউক্রেনের ক্ষেত্রে আমাদের কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না। রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে কারণ, লক্ষ্য অর্জনে কেবল এটিই আমাদের সামনে আছে।’

ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, ইউক্রেনে চীনের শান্তি পরিকল্পনার অংশবিশেষ এই মুহূর্তে ইউক্রেনের অনাগ্রহ কিংবা অক্ষমতার কারণে অবাস্তবায়নযোগ্য। এ সময় পেসকভ মস্কোর দাবি উল্লেখ করে বলেন, ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েভকে যুদ্ধবিরতি না করার নির্দেশ দিয়েছে।  

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর