১৩ এপ্রিল, ২০২৩ ১০:০৮
গোপন নথি ফাঁস

কেন জাতিসংঘ মহাসচিবকে চোখে চোখে রাখছে যুক্তরাষ্ট্র?

অনলাইন ডেস্ক

কেন জাতিসংঘ মহাসচিবকে চোখে চোখে রাখছে যুক্তরাষ্ট্র?

যুক্তরাষ্ট্র সরকার মনে করছে রাশিয়ার স্বার্থরক্ষায় স্বতস্ফূর্তভাবে কাজ করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সম্প্রতি অনলাইনে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ফাঁস হওয়া নথিতে এই তথ্য পাওয়া গেছে।

ওই নথি বলছে, ওয়াশিংটন খুব কাছ থেকে গুতেরেসের গতিবিধি পর্যবেক্ষণ করছে।

অনেক নথিতে জানা গেছে, গুতেরেস ও তার সহকারীর সাথে গোপন যোগাযোগ রাখছিল। 

আফ্রিকার নেতা ও ইউক্রেন যুদ্ধ ইস্যুতে গুতেরেসকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরমধ্যে নথিতে জানা যায়, কৃষ্ণসাগরে ইউক্রেন-রাশিয়ার জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা শস্য চুক্তির বিষয়ও কড়া নজরে রেখেছে যুক্তরাষ্ট্র।

ফাঁস হওয়া নথিতে বলা হয়েছে, ‌‘গুতেরেস রাশিয়ার রফতানি সামর্থ্য বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে।’ 

মস্কোকে জবাদিহিতার আওতায় আনার ক্ষেত্রেও জাতিসংঘ মহাসচিব কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও মনে করছে পেন্টাগন। 

সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর