ভারতের কাশ্মীরে নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেলসেতু শিগগিরই খুলে দেওয়া হবে। জম্মু-কাশ্মীরের রেইসি জেলায় এক হাজার ১৩১৫ মিটার দীর্ঘ (৪ হাজার ৩১৪ ফুট) চেনাব সেতুর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। নদীর তলদেশ থেকে সেতুটি ৩৫৯ মিটার (১ হাজার ১৭৭ ফুট) উচ্চতায় নির্মিত হয়েছে যা প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও উঁচু।
২০০২ সালে এই রেলসেতুর নির্মাণকাজ শুরু হয়। কিন্তু সেতুর উচ্চতম স্থানে বিরূপ আবহাওয়ার কারণে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। পরে ২০০৮ সালে আবার নির্মাণকাজ শুরু করা হয়।
আল জাজিরার খবরে বলা হয়েছে, পুরো শীতের সময় অঞ্চলটির সঙ্গে ভারতের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন থাকে।
ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত মাসে সেতুর নির্মাণ সমাপ্তি পরিদর্শনে যান। তিনি বলেন, তার মন্ত্রণালয়ের জন্য এটি সর্বোচ্চ প্রযুক্তিগত চ্যালেঞ্জের কাজ। এটি চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে খুলে দেওয়া হবে বলে মন্ত্রী জানান। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৬ কোটি ডলার ( ১ হাজার ৬শ কোটি টাকা)।
বিডিপ্রতিদিন/কবিরুল