৪ মে, ২০২৩ ০৫:২৪

তিন লক্ষাধিক হোটেল কক্ষ চালুর পরিকল্পনা সৌদি আরবের

অনলাইন ডেস্ক

তিন লক্ষাধিক হোটেল কক্ষ চালুর পরিকল্পনা সৌদি আরবের

তিন লক্ষাধিক হোটেল কক্ষ চালুর পরিকল্পনা সৌদি আরবের

২০৩০ সালের মধ্যে তিন লক্ষাধিক হোটেল কক্ষ তৈরির পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। দেশের আতিথেয়তা, পর্যটন ও ভ্রমণ শিল্প চাঙ্গার পরিকল্পনার অংশ হিসেবে এসব নতুন হোটেল কক্ষ নির্মাণ করা হবে। 

এ বিশাল অংকের হোটেল কক্ষ নির্মাণে ২০৩০ সাল নাগাদ ৩ হাজার ৭৮০ কোটি ডলার ব্যয় করবে মধ্যপ্রাচ্যের শীর্ষ অর্থনীতিটি।  

নাইট ফ্রাংকের ২০২৩ সৌদি রিপোর্টে বলা হয়, নিওমসহ বিভিন্ন প্রকল্পে হোটেল কক্ষ বাড়ানো হবে। ২০৩০ সালের মধ্যে চালু হবে ৩ লাখ ১৫ হাজার নতুন হোটেল কক্ষ। ফলে সৌদি আরবের মোট হোটেল কক্ষের সংখ্যা গিয়ে দাঁড়াবে ৪ লাখ ৫০ হাজার।

সৌদি আরবের পর্যটন ও আতিথেয়তা খাত শক্তিশালী করতে অভ্যন্তরীণ পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ৩ কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশটির ৬৫ শতাংশই মাসে এক থেকে তিনবার অভ্যন্তরীণ বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণ করছে।

সূত্র : দ্য ন্যাশনাল, আল-আরাবিয়া

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর