২০৩০ সালের মধ্যে তিন লক্ষাধিক হোটেল কক্ষ তৈরির পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। দেশের আতিথেয়তা, পর্যটন ও ভ্রমণ শিল্প চাঙ্গার পরিকল্পনার অংশ হিসেবে এসব নতুন হোটেল কক্ষ নির্মাণ করা হবে।
এ বিশাল অংকের হোটেল কক্ষ নির্মাণে ২০৩০ সাল নাগাদ ৩ হাজার ৭৮০ কোটি ডলার ব্যয় করবে মধ্যপ্রাচ্যের শীর্ষ অর্থনীতিটি।
নাইট ফ্রাংকের ২০২৩ সৌদি রিপোর্টে বলা হয়, নিওমসহ বিভিন্ন প্রকল্পে হোটেল কক্ষ বাড়ানো হবে। ২০৩০ সালের মধ্যে চালু হবে ৩ লাখ ১৫ হাজার নতুন হোটেল কক্ষ। ফলে সৌদি আরবের মোট হোটেল কক্ষের সংখ্যা গিয়ে দাঁড়াবে ৪ লাখ ৫০ হাজার।সৌদি আরবের পর্যটন ও আতিথেয়তা খাত শক্তিশালী করতে অভ্যন্তরীণ পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ৩ কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশটির ৬৫ শতাংশই মাসে এক থেকে তিনবার অভ্যন্তরীণ বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণ করছে।
সূত্র : দ্য ন্যাশনাল, আল-আরাবিয়া
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ