৮ মে, ২০২৩ ০২:৩১

৪৪.১ ডিগ্রি সেলসিয়াস, ভিয়েতনামে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

অনলাইন ডেস্ক

৪৪.১ ডিগ্রি সেলসিয়াস, ভিয়েতনামে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৪৪ দশমিক ১ ডিগ্রিতে সেলসিয়াসে তেঁতে উঠল ভিয়েতনাম। চার বছর আগে ভিয়েতনামে সর্বোচ্চ ৪৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

বিশেষজ্ঞরা দাবি করছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এই তাপমাত্রা শিগগিরই আরও বাড়তে পারে।

দেশটির উত্তরাঞ্চলীয় থান হোয়া প্রদেশে এই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। স্থানীয়দের ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এর আগে ২০১৯ সালে ভিয়েতনামের কেন্দ্রীয় হা তিন প্রদেশে ৪৩ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

থাইল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় মার্ক প্রদেশেও ভিয়েতনামের মতো ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মিয়ানমারও এক দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করার খবর দিয়েছে।

ভিয়েতনামের জলবায়ু বিশেষজ্ঞ নগুয়েন হুই বলছেন, জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব ঊষ্ণায়নের কারণেই ভিয়েতনামে তাপমাত্রার নতুন রেকর্ড উদ্বেগজনক।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর