১৬ মে, ২০২৩ ১৪:০৪

কাতার-বাহরাইনের মধ্যে ২৫ মে থেকে ফ্লাইট চালু হচ্ছে

অনলাইন ডেস্ক

কাতার-বাহরাইনের মধ্যে ২৫ মে থেকে ফ্লাইট চালু হচ্ছে

কাতার এবং বাহরাইন পুনরায় ফ্লাইট চালু করছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সম্পর্ক স্বাভাবিক করার অব্যাহত প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২৫ মে থেকে দুই দেশের মধ্যে ফ্লাইট শুরু হবে।

বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বাহরাইনের বেসামরিক বিমান পরিবহন বিষয়ক সংস্থা সোমবার এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

বাহরাইনের বিমান কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয়ের মধ্যে ফ্লাইট পুনরায় চালু করা হলো ‘দুই ভ্রাতৃপ্রতিম দেশ’ এবং জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কাঠামোর মধ্যে এবং  উভয় দেশের নেতৃত্ব এবং নাগরিকদের অভিন্ন আকাঙ্খা অর্জন। 

উপসাগরীয় দেশদুটো গত মাসে সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেয়। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর