২২ মে, ২০২৩ ০২:৪৫

যা বলে জেলেনস্কিকে ভরসা দিলেন বাইডেন

অনলাইন ডেস্ক

যা বলে জেলেনস্কিকে ভরসা দিলেন বাইডেন

ইউক্রেনকে যারা সমর্থন করছে তারা দুর্বল হয়ে যায়নি। এমন আশ্বাসই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাপানের হিরোশিমায় জি সেভেন সম্মেলনে অংশ নেওয়া বাইডেন এই আশ্বাস দেন।

বাইডেন জেলেনস্কিকে ভরসা দিয়ে বলেছেন, রাশিয়া তাদের ইউক্রেনকে সহায়তা করার প্রতিশ্রুতিতে ফাটল ধরাতে পারবে না। তিনি বলেন, ‌‘আমরা দুর্বল হয়ে যাব না। পুতিন যেভাবে ভাবছে সেভাবে আমাদের ভেঙেচুরে ফেলতে পারবে না।'

আগেই ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধ বিমান এফ-১৬ দেওয়ার বিষয়ে অনুমোদন দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র। তবে সেই যুদ্ধ বিমান কেবল নিজেদের ভূখণ্ডেই ব্যবহার করতে পারবে ইউক্রেন। কোনোভাবেই ওই বিমান দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ঢুকে আক্রমণ করতে পারবে না ইউক্রেন।

তবে নিজেদের ভূখণ্ডে রুশ আগ্রাসন ঠেকাতে এই যুদ্ধ বিমান ব্যবহার করতে পারবে ইউক্রেন। 

এছাড়াও ইউক্রেনকে আরও অস্ত্রশস্ত্র দেওয়ার নতুন পরিকল্পনাও প্রকাশ করেছে জো বাইডেনের প্রশাসন। 


সূত্র: এএফপি

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর