৮ জুন, ২০২৩ ১৬:০৫

যে কারণে নিউইয়র্কের বাসিন্দাদের মাস্ক পরতে বলা হয়েছে

অনলাইন ডেস্ক

যে কারণে নিউইয়র্কের বাসিন্দাদের মাস্ক পরতে বলা হয়েছে

কানাডার দাবানলের ধোঁয়ায় ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কর আকাশ। স্থানীয় বাতাসকে অস্বাস্থ্যকর বলে ঘোষণা করা হয়েছে। ফলে নিউইয়র্কের বাসিন্দাদের মাস্ক পরার আহ্বান জানিয়ছেন স্থানীয় মেয়র।

মেয়র এরিক বলেছেন, ‌এটা ম্যারাথন দৌড়ানোর দিন নয় অথবা বাইরে অনুষ্ঠানে আপনার শিশুকে নিয়ে যাওয়ার সময়ও নয়। তিনি স্থানীয় বাসিন্দাদের যথা সম্ভব ঘরের ভেতরে থাকতে বলেছেন। আর বাইরে যেতে হলে এন৯৫ মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।

নিউইয়র্কের স্কুলগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। 

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া নিউইয়র্ক সিটিকে ঢেকে গিয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের শহরগুলোতে বাতাসের মানের বিষয়ে সতর্কতা জারি করেছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর