রাশিয়ায় ওয়াগনার বিদ্রোহের পর এবার নড়েচড়ে বসেছে সিরিয়া। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নিয়ে যুদ্ধ করা ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিরিয়া কর্তৃপক্ষ ও রাশিয়ার সামরিক বাহিনী ওয়াগনারের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে।
বিশেষ সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, সিরিয়ায় লড়াই করা ওয়াগনার বাহিনীর সদস্যদের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাথে চুক্তি করার আদেশ দেওয়া হয়েছে। আর যদি তারা এই শর্ত না মানে তবে তাদের সিরিয়া থেকে বের করে দেওয়া হবে।
গত মাসে ওয়াগনার বস বিদ্রোহের ঘোষণা দিয়ে তার বাহিনীকে নিয়ে মস্কোর দিকে মার্চ শুরু করেছিলেন। পরে বেলারুশের মধ্যস্থতায় সেই বিদ্রোহের ইতি টানা হয়।
যদিও এ বিষয়ে দামেস্ক এখনো কোনো মন্তব্য করেনি। তবে ওয়াগনার বিদ্রোহের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাহিনীটির বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আসাদ প্রশাসন।
২০১৫ সালে বাশার বাহিনীকে সাহায্য করার জন্য সিরিয়ায় রাশিয়ার সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি ওয়াগনার বাহিনীকে মোতায়েন করা হয়। সেই থেকেই সিরিয়ান বাহিনীর সাথে একসাথে বিদ্রোহীদের দমনে কাজ করছে ওয়াগনার সদস্যরা।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল