গত শুক্রবার তুরস্কে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার দেশটি সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাংবাদিকদের এই তথ্য জানান।
ইস্তাম্বুলে জেলেনস্কির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন এরদোয়ান। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আগামী আগস্টে রুশ প্রেসিডেন্ট পুতিন তুরস্ক সফর করবেন। ওই সময় পুতিনের সঙ্গে তার আনুষ্ঠানিক আলোচনায় কৃষ্ণসাগর শস্য চুক্তির বিষয়টি প্রাধান্য পাবে।
এরদোয়ান আরও বলেন, কৃষ্ণসাগর শস্য চুক্তির মেয়াদ অন্তত তিন মাস বাড়ানোর বিষয়ে মস্কোর ওপর চাপপ্রয়োগ করেছেন তিনি। চুক্তিটির মেয়াদ বাড়ানোর বিষয়ে কাজ চলছে।
চুক্তিটির মেয়াদ প্রতি দুই মাস পর পর না বাড়িয়ে তিন মাস পর বাড়ানোর বিষয়ে রাশিয়ার সঙ্গে কথা হয়েছে বলেও উল্লেখ করেন এরদোয়ান। তিনি বলেন, আশা করছি, চুক্তিটির মেয়াদ তিন মাস করা হবে। যদিও আমরা অন্তত দুই বছরের জন্য এই চুক্তি করতে আগ্রহী।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ