দখলদার ইসরায়েলি বাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরে আরও ফিলিস্তিনি কিশোর নিহতের ঘটনা ঘটেছে। বুধবার রাতে কালকিলিয়া শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এ ঘটনা ঘটে। খবর আরব নিউজের।
এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বলা হয়েছে, নিহত কিশোরের বয়স ১৪ বছর। মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে কালকিলিয়া স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার মৃত্যু হয়।
এর কয়েক ঘণ্টা আগেই, অভিযানে মোহাম্মদ আবু আল-হাকিম নামের অপর ফিলিস্তিনির মৃত্যু হয়। সন্ত্রাসী সন্দেহে তার বাড়ি ঘেরাও করে সেনাবহর। জাতিসংঘের তথ্য অনুসারে- বছরের প্রথম পাঁচ মাসেই পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে ১১২ ফিলিস্তিনির। আহত ৪ শতাধিক; যাদের ৪১ জনই শিশু।
বিডি-প্রতিদিন/শফিক