আফ্রিকার দেশ নাইজারে সেনাবাহিনীর অভ্যুত্থানে ‘পদচ্যুত’ প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের মুক্তি চাইল আমেরিকা।
নিউজিল্যান্ড সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে এই আহ্বান জানান।
ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, “আজ সকালেই আমি প্রেসিডেন্ট বাজোমের সঙ্গে ফোনে কথা বলেছি। তাকে স্পষ্টভাবে জানিয়েছি, নাইজারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তার প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের অবিলম্বে মুক্তি চাই।”
বুধবার মোহাম্মদ বাজোমকে রাজধানী নিয়ামেইর প্রেসিডেন্ট প্রাসাদে বন্দী করা হয়। নাইজারের প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা তাকে বন্দী করেন।
এরপর নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে দেশটির সেনারা জানান, প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পদচ্যুত করা হয়েছে। সূত্র: রয়টার্স, মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইট
বিডি প্রতিদিন/কালাম