উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির নেতা কিম জং-উনের কাছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চিঠি হস্তান্তর করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
উত্তর কোরিয়ার গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার ‘বিজয় দিবস’ উদযাপনের অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে সফরে যান শোইগু।
ওই অনুষ্ঠানে অংশ নিতে চীনের একটি প্রতিনিধিদলও উত্তর কোরিয়া সফর করছে।
গত শতকের নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথম রাশিয়ার কোনো প্রতিরক্ষামন্ত্রী উত্তর কোরিয়ায় সফর করছেন।
রুশ প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি সামরিক প্রতিনিধিদল উত্তর কোরিয়ায় পাঠানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন কিম-জং উন।
কিম-জং উন বলেছেন, এই সফর উত্তর কোরিয়া-রাশিয়ার মধ্যকার কৌশলগত ও ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও গভীর করেছে। সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/কালাম