এখনো নেদারল্যান্ডস সমুদ্র উপকূলের সেই অভিজাত গাড়ি বহনকারী জাহাজটিতে আগুন জ্বলছে। জানা গেছে ওই জাহাজটিতে মার্সিডিজ বেঞ্জ ও বিএমডব্লিউসহ বিভিন্ন নামি ব্র্যান্ডের তিন হাজার গাড়ি ছিল।
বুধবার মধ্যরাতে জাহাজটিতে আগুন লাগে বলে জানিয়েছে নেদারল্যান্ডসের কোস্টগার্ড।
ওই অগ্নিকাণ্ডের ঘটনায় জাহাজটির এক ক্রু সদস্যের মৃত্যুর খবরও পাওয়া গেছে।কোস্টগার্ড জানিয়েছে, আহত, জীবিত ও মৃত সব ক্রু সদস্যকেই তারা লাইফবোট ও হেলিকপ্টার যোগে উদ্ধার করেছে।
তবে বৃহস্পতিবার সকালেও জাহাজটিতে আগুন জ্বলছিল। আগুন না নেভা পর্যন্ত জাহাজে প্রবেশ করা যাবে না বলেও জানিয়েছে ডাচ অবকাঠামো ও জল ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
জাহাজের ভেতর প্রবেশ করতে না পারায় এখনো অগ্নিকাণ্ডের কোনো কারণ জানা যায়নি।
সূত্র: ব্লুমবার্গ
বিডি প্রতিদিন/নাজমুল