২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর অভ্যুত্থানের পর থেকে কারাবন্দী ছিলেন মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। তবে গত সপ্তাহে কারাগার থেকে তাকে নিজ বাড়িতে গৃহবন্দী করে রাখা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জান্তা। বৌদ্ধ চল্লিশা উপলক্ষে সু চিসহ ৭ হাজার বন্দীকে ক্ষমা ঘোষণা করা হয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুসারে, ‘স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের কাউন্সিলর অং সান সু চিকে ক্ষমা ঘোষণা করেছেন। মিয়ানমারের প্রাসঙ্গিক আদালত তাকে কারাদণ্ড প্রদান করেছিল।’
রয়টার্সের খবর অনুসারে, সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দী থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির ৫টি অপরাধ ক্ষমা করেছে জান্তা সরকার। গৃহবন্দী এই নেত্রীর বিরুদ্ধে অন্তত ১৯টি অভিযোগ রয়েছে এবং এর মধ্যে মাত্র পাঁচটি অভিযোগ ক্ষমা করা হয়েছে।
এই পাঁচ অপরাধের জন্য সু চিকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। অবশ্য জান্তার মুখপাত্র জাও মিন তুন ইলেভেন মিডিয়া গ্রুপকে বলেছেন, ক্ষমা ঘোষণার অর্থ হচ্ছে সু চির জেলের মেয়াদ ছয় বছর কমবে।
বিডিপ্রতিদিন/কবিরুল