ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট আগেই পেয়েছে আমেরিকা। এবার কি ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্টও পেতে চলেছে? এই জল্পনা উস্কে দিয়ে প্রেসিডেন্ট হওয়ার প্রাথমিক লড়াইয়ে আরও এক ধাপ এগোলেন ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগপতি বিবেক রামস্বামী। রামস্বামীর সামনে কেবল ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের মধ্যে এখনও সমর্থনের পাল্লা ভারী প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের দিকেই।
একটি প্রাক্-নির্বাচনী সমীক্ষা অনুযায়ী, ক্রমশ জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে রামস্বামীর। রিপাবলিকানদের মধ্যে অন্তত দশ শতাংশের সমর্থন নিশ্চিত করে ফেলেছেন তিনি। দশ শতাংশের সমর্থন রয়েছে ফ্লরিডার গভর্নর রন ডেস্যান্টিসের দিকেও। তবে গত জুন মাসে যেখানে ডিস্যান্টিসের পক্ষে প্রায় ২১ শতাংশ রিপাবলিকান সমর্থকের সমর্থন ছিল, তা এখন কমে দাঁড়িয়েছে দশ শতাংশ। অন্য দিকে, সেই সময় মাত্র ২ শতাংশ সমর্থন নিয়ে দৌড় শুরু করা রামস্বামী আরও আট শতাংশ মানুষের সমর্থন আদায় করতে পেরেছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে নামতে বিবেক রামস্বামী বলেছেন, প্রেসিডেন্ট হলে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে চান। তিনি চান, দরবার অঞ্চলের কিছু অংশ মস্কোর নিয়ন্ত্রণে থাকুক। ইউক্রেন ন্যাটোতে যোগ দিক, সেটা তিনি চান না।যুক্তরাষ্ট্রে আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এ নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রার্থিতার লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন রামাস্বামী।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়া-চীন সামরিক জোটকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সামরিক হুমকি বলে উল্লেখ করেন রামস্বামী।
তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তিনি মস্কো সফরে যাবেন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবেন। তিনি মনে করেন, সংঘাত থামাতে চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই চীনের সঙ্গে গড়া সামরিক জোট থেকে বের হয়ে আসতে হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ