৩ সেপ্টেম্বর, ২০২৩ ১২:২২

ইরাকের কিরকুকে আরব ও কুর্দিদের ভয়াবহ সংঘর্ষ, কারফিউ জারি

অনলাইন ডেস্ক

ইরাকের কিরকুকে আরব ও কুর্দিদের ভয়াবহ সংঘর্ষ, কারফিউ জারি

স্থানীয় ইরাকি নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর ‘কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি’র কাছে হস্তান্তর করার পর আরব বাসিন্দারা কয়েকদিন ধরে একটি প্রধান মহাসড়ক অবরোধ করে রেখেছেন। ছবি : এএফপির

ইরাকের কিরকুক শহরে কুর্দি ও আরবদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ কারণে পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই শহরে কারফিউ জারি করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সব পক্ষকে সংঘাত প্রতিরোধ এবং কিরকুক প্রশাসনের নিরাপত্তা, স্থিতিশীলতা ও শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। 

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮ জন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক জিয়াদ খালাফ বার্তা সংস্থা এএফপিকে বলেন, গোলাগুলি, পাথর বা কাঁচের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর এক সদস্যও রয়েছেন। কিরকুকে প্রায় এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছে।

 সূত্র : আল-জাজিরা

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর