ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, রাশিয়ার ওয়াগনার গ্রুপ বিশ্বজুড়ে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ।
সুনাক বলেন, পুতিনের শাসনামলে ভাড়াটে দলটি বিশ্বজুড়ে ‘নির্যাতন, চুরি ও বর্বরতা’ চালিয়েছে।
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ওয়াগনার গ্রুপকে নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। ওয়াগনার নিষিদ্ধ হওয়া মানে যুক্তরাজ্যের কেউ গ্রুপের সদস্য হওয়া বা সমর্থন করতে পারবে না।আল জাজিরার খবরে বলা হয়েছে, এর অর্থ হলো ওয়াগনারের সম্পদকে ‘সন্ত্রাসী’ সম্পত্তি হিসাবে শ্রেণিবদ্ধ করা এবং বাজেয়াপ্ত করা হতে পারে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শাপস এলবিসি রেডিওকে বলেন, ওয়াগনার কীভাবে কাজ করে তা আমরা দেখেছি। স্পষ্টতই, আমরা ইউক্রেনে তাদের বিধ্বংসী প্রভাব দেখেছি বা করার চেষ্টা করেছি, তবে তারা আফ্রিকা বা সাহেল জুড়েও কাজ করে।
বিডিপ্রতিদিন/কবিরুল