রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।
এছাড়া তার এই আহ্বান মার্কিন কংগ্রেসের রিপাবলিকানরাও লক্ষ্য করবেন বলে আশাপ্রকাশ করেছেন বাইডেন।গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিয়ে ভাষণ দেন জো বাইডেন। সেখানে তিনি বলেন- রাশিয়া বিশ্বাস করে, বিশ্ব ক্লান্ত হয়ে উঠবে এবং কোনও ধরনের ফলাফল ছাড়াই ইউক্রেনে নৃশংসতা চালানোর সুযোগ দেবে। যদি আমরা ইউক্রেনকে ধ্বংস করতে দিই, তাহলে কি কোনও দেশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে?”
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো স্বাধীনতার লড়াইয়ে ইউক্রেনের পাশে থাকবে।
তিনি বলেন, “রাশিয়া একাই এই যুদ্ধের জন্য দায়ী। এই যুদ্ধ অবিলম্বে শেষ করার ক্ষমতাও আছে একমাত্র রাশিয়ার কাছেই।”
উল্লেখ্য, টানা দেড় বছরের বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। সূত্র: সিএনএন, ফিন্যান্সিয়াল টাইমস
বিডি প্রতিদিন/কালাম