নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় থেকে অপহৃত অন্তত ২০ শিক্ষার্থীর মধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অনুসন্ধান চলে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার এক বিবৃতিতে ফেডারেল ইউনিভার্সিটি গুসাও নামে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গেল সপ্তাহে জামফারা রাজ্যের বুনগুদু জেলার ওই বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীরা হামলা চালায় এবং শিক্ষার্থীদের নিয়ে পালিয়ে যায়। গেল মে মাসে প্রেসিডেন্ট বোলা তিনুবু ক্ষমতা নেওয়ার পর এটি বিশ্ববিদ্যালয়ে প্রথম কোনো গণঅপহরণ।ওই বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর সঙ্গে আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে কখন তাদের ছাড়িয়ে নিয়ে আসা হলো এবং অভিযানের ধরন কেমন ছিল, সে সম্পর্কে কিছু জানায়নি।
বিবৃতিতে বলা হয়, দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনাটি সত্যিই বিশ্ববিদ্যালয় সম্প্রদায়কে গুরুতর উদ্বেগ ও শঙ্কায় ফেলে দিয়েছে। বাকি শিক্ষার্থীদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী তাদের সর্বোচ্চটা করছে। বিশ্ববিদ্যালয়ের চারদিকে নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল এবং কেন্দ্রীয় অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানে অপহরণ সাধারণ ঘটনা। যেখানে সশস্ত্র গোষ্ঠীগুলি প্রায়শই বিপুল মুক্তিপণ পেতে লোকজনকে আটকে রাখে।
বিডি-প্রতিদিন/বাজিত