ভারতের মহারাষ্ট্রের সেই হাসপাতালটিতে আরো ৭ রোগীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে শঙ্কররাও চাভান সরকারি হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ১৬ জনই নবজাতক।
এরমধ্যে ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ২৪ জন রোগী। যার মধ্যে ১২ জনই ছিল নবজাতক।
এছাড়াও হাসপাতাটালটির আরো ৭১ রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।হাসপাতালের ডিন ডাক্তার শ্যামরাও ওয়াকোডে চিকিৎসা অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, সেখানে কোনো চিকিৎসক বা ওষুধের স্বল্পতা নেই। তিনি আরো জানিয়েছেন, সঠিক চিকিৎসা দিলেও ওইসব রোগীরা তাতে সাড়া দেননি।
মহারাষ্ট্রের চিকিৎসা শিক্ষামন্ত্রী হাসান মুশরিফ জানিয়েছেন, তিনি ওই হাসপাতাল পরিদর্শনে যাচ্ছেন। তারও দাবি, ওই হাসপাতালে ওষুধ ও চিকিৎসকের কোনো সংকট নেই। তিনি জানিয়েছেন, প্রত্যেক মৃত্যুর বিষয়টিই তদন্ত করে দেখা হবে। আর কারো অবহেলা পেলে অবশ্যই শাস্তির ব্যবস্থা করা হবে।
আর মহারাষ্ট্র রাজ্য সরকারের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই ঘটনায় বিস্তারিত তদন্ত দাবি করেছে, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল