ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আলি খামেনির উপদেষ্টা রাহিম সাফাভি হামাসের হামলাকে স্বাগত জানিয়েছেন।
সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাতে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয় রাহিম সাফাভি বলেছেন, ‘আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের অভিনন্দন জানাই।’
তিনি আরো বলেন, ‘আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে আছি। যতক্ষণ পর্যন্ত না ফিলিস্তিন ও জেরুজালেম স্বাধীন হবে ততক্ষণ পাশে থাকব।’এদিকে ইসরায়েলের জরুরি সেবাদাতা কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের অপ্রত্যাশিত হামলায় ২২ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। হামাস জানিয়েছে, তারা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে বন্দী করেছে।
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনি নাগরিকদের সন্ত্রাসবাদী দখলদারদের রুখে দাঁড়ানোর অধিকার আছে।
বিডি প্রতিদিন/নাজমুল