ইসরায়েলপন্থি অবস্থান নেওয়ার প্রতিবাদস্বরূপ ফ্রাঙ্কফুর্ট বই মেলা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে মালয়েশিয়া। এক বিবৃতিতে দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনে ইসরায়েলে যে সহিংসতা চালাচ্ছে তার সঙ্গে আপস করবে না মালয়েশিয়া। ইসরায়েলের এই সহিংসতা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। মালয়েশিয়া সরকার সবসময়ই ফিলিস্তিনের প্রতি সংহতি ও পূর্ণ সমর্থন প্রকাশ করে। এই ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত নিয়েছে।
মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের সমর্থক এবং ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক নেই।
প্রতি বছরের মতো জার্মানির ফ্রাঙ্কফুর্টে বইমেলা শুরু হয়েছে। এই মেলা থেকে মধ্যপ্রাচ্যের অনেক প্রকাশনা সংস্থা নিজেদের প্রত্যাহার করেছে। এর মধ্যে আছে আরব পাবলিশার্স অ্যাসোসিয়েশন, দ্য অ্যামিরেটস পাবলিশার্স অ্যাসোসিয়েশন, শারজাহ বুক অথরিটি অ্যান্ড পাবলিশার্স।
ইসরায়েলে হামাসের হামলা চালানোর কারণে ফিলিস্তিনে জন্মগ্রহণকারী লেখক আদানিয়া শিবলিকে সম্মাননা জানানোর অনুষ্ঠান স্থগিত করে বইমেলার আয়োজকরা। এর ফলে বইমেলা থেকে ওইসব প্রতিষ্ঠান নিজেদের প্রত্যাহার করে নেয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থন প্রকাশ করেছেন। গাজায় তার দেশ খাদ্য এবং ওষুধ সরবরাহ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।সূত্র : আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল