ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আয়ারল্যান্ড।
দেশটি দাবি জানিয়ে বলেছে, গাজার হাসপাতালে গণহত্যাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করতে হবে।
মঙ্গলবার রাতে গাজার ওই হাসপাতালে ভয়াবহ বোমা চালায় ইসরায়েল। এতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়। আহত হয় আরো বহু মানুষ। এছাড়াও আরো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স বলেছেন- গাজার আল-আহলি হাসপাতালে নৃশংস বোমা হামলাকে অবশ্যই যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে।
ইতালিতে বক্তৃতাকালে প্রেসিডেন্ট হিগিন্স বলেন, “এটি (হামলার ঘটনা) কীভাবে ঘটেছে, কারা দায়ী এবং এর পরিণতি কী তা সম্পর্কে একটি নির্ভরযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বেসামরিক নাগরিকদের ওপর হামলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে করে হিগিন্স বলেন, দক্ষিণ গাজার ফিলিস্তিনিরা খাদ্য ও পানির অভাবের কারণে ইতোমধ্যেই খুব চাপের মধ্যে বসবাস করছে। ইসরায়েলে হামাসের হামলার কথা উল্লেখ করে হিগিন্স বলেন, “আমি আগের মতো এখনও সঙ্গীত অনুষ্ঠানে অংশগ্রহণকারী লোকদের ওপর আক্রমণের বিষয়ে বিদ্বেষ প্রকাশ করছি।”
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আইরিশ প্রেসিডেন্ট আরো বলেন, “ইসরায়েল-ফিলিস্তিনি অঞ্চলে চলমান সংঘাত সমাধানের জন্য ‘টেকসই আগ্রহ’ রয়েছে। তার দাবি, “আমরা সবাই জানি, ফিলিস্তিনি জনগণের সবাই হামাস নয়।”
এর আগে গাজার হাসপাতালে ভয়াবহ হামলাকে বুধবার যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয় রাশিয়া। এছাড়া রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ হাসপাতালে হামলার চূড়ান্ত দায়ভার যুক্তরাষ্ট্রের বলেও দাবি করেন। সূত্র: আইরিশ ইন্ডিপেন্ডেন্ট, আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/আজাদ