ফিলিস্তিনের হামাসের চেয়ে লেবাননের হিজবুল্লাহ দশ গুণ শক্তিশালী বলে মন্তব্য করেছেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গালান্ট।
ইসরায়েলি যুদ্ধমন্ত্রী শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে আরো বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধটা অনেক বেশি কঠিন হবে। এ কারণে উত্তর ফ্রন্টে যুদ্ধের জন্য বড় ধরণের প্রস্তুতি জরুরি। তিনি দ্রুততার সঙ্গে উত্তর ফ্রন্টে রিজার্ভ সেনাদের মোতায়েন এবং যুদ্ধ সরঞ্জাম স্থানান্তরের কাজ সম্পন্ন করার দাবি জানান।
দখলদার ইসরায়েলের উত্তর সীমান্তে দক্ষিণ লেবানন অবস্থিত। সেখানে এরই মধ্যে থেমে থেমে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ চলছে।
এদিকে, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ফ্রন্টের প্রধান স্বীকার করেছেন, দক্ষিণ ফ্রন্টের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ব্যর্থ হয়েছেন। এ কারণে তাদের ওপর ইসরায়েলি জনগণের আস্থা নেই। গাজায় হামলা চালিয়ে বড় ধরণের পরিবর্তন আনা সম্ভব না হলে ইসরায়েলিরা আতঙ্কের কারণে ঘরে ফিরবে না।
ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছে, গাজায় স্থল হামলা চালানো ছাড়া তাদের সামনে ভিন্ন কোনো উপায় নেই। কারণ গাজায় পরিপূর্ণ বিজয় অর্জন সম্ভব না হলে ইসরায়েলের অবস্থান ও কৌশলগত পরিকল্পনাগুলো ভঙ্গুর অবস্থাতেই রয়ে যাবে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা বিশেষ করে হামাস আল-আকসা তুফান অভিযান চালিয়ে দখলদার ইসরায়েলের ভিত নড়বড়ে করে দিয়েছে। ওই হামলার পর থেকে কাপুরুষোচিতভাবে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর নির্মম হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/আজাদ