পাকিস্তানের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দু’টি মামলায় প্রতিরক্ষামূলক জামিন দিয়েছেন দেশটির একটি আদালত। এতে শনিবার চার বছর পর তার পরিকল্পিত স্বদেশ প্রত্যাবর্তনের পথ সহজ হয়েছে।
প্রধান বিচারপতি আমির ফারুকের নেতৃত্বে ইসলামাবাদ হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ পুলিশকে ২৪ অক্টোবর পর্যন্ত শরিফকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ওই তারিখে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও ইসলামাবাদের একটি জবাবদিহি আদালত বিলাসবহুল গাড়ি ও রাষ্ট্রীয় উপহার কেনার সঙ্গে জড়িত একটি মামলায় শরিফের গ্রেফতারি পরোয়ানা ২৪ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন।
শরিফ দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে ২০১৯ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর আদালতে হাজির না হওয়ায় তাকে পলাতক ঘোষণা করা হয়।
২০১৬ সালের পানামা পেপারস কেলেঙ্কারি থেকে উদ্ভূত দুটি দুর্নীতির মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু একটি মামলায় তাকে দোষী সাব্যস্ত করা ইসলামাবাদ হাইকোর্ট স্থগিত করেছিলেন।
সূত্র : আনাদোলু এজেন্সি।
বিডি-প্রতিদিন/শফিক