ঋষি সুনাক আজ সৌদি আরবে যাবেন। সেখানে তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সৌদি আরবকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে বর্ণনা করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘আজ বিকালে তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করতে সৌদি আরব যাচ্ছেন।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক দুদিনের সফরে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার ইসরায়েল পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলের প্রেসিডেন্ট হারজোগকে বলেন, গাজার জনগণকে মানবিক সহায়তা প্রদান করাও গুরুত্বপূর্ণ। হামাস যা করেছে ফিলিস্তিনিরা তার শিকার। মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখাও গুরুত্বপূর্ণ।
সুনাক বলেন, নিজেদের রক্ষা করতে, আপনার দেশের নিরাপত্তা ফিরিয়ে আনতে, জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে- ইসরায়েলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ও অঙ্গীকার রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল