ইসরায়েল-গাজা সংঘাত খতিয়ে দেখতে এবার তেল আবিবে যাচ্ছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।
এরই মধ্যে বৃহস্পতিবার তিনি জর্ডানে পৌঁছেছেন। সেখানে বৈঠকের পাশাপাশি সাংবাদিক সম্মেলনে কথাও বলেছেন তিনি।
বেয়ারবক জানিয়েছেন, ইসরায়েলের পাশে আছে জার্মানি। তারা মনে করে ইসরায়েলের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার আছে। গত ৭ অক্টোবর যে ঘটনার পর ইসরায়েল গাজার সঙ্গে সংঘাতে নেমেছে, তা সম্পূর্ণ সমর্থন করে জার্মানি। কিন্তু পাশাপাশি, গাজায় যে বেসামরিক মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়েছেন, তাদেরও পাশে থাকবে জার্মানি।
সে কারণেই গাজার বেসামরিক মানুষের কাছে মানবিক সাহায্য পাঠাতে চায় দেশটি। পরে পাঁচ কোটি ইউরোর সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়।
বেয়ারবক জানিয়েছেন, গাজায় একটি চিকিৎসক দলও তারা পাঠানোর চেষ্টা করছে। সবটাই নির্ভর করবে, সীমান্ত খোলার ওপর। মানবিক সাহায্য পাঠানোর জন্য রাফাহ সীমান্ত খুলে দেবে ইসরায়েল।
এদিকে জর্ডান থেকে শুক্রবার ইসরায়েলে গিয়ে সেখানকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বেয়ারবক। এদিন বিকালেই তিনি লেবানন চলে যাবেন। সেখানে গিয়েও এই সংঘাত নিয়ে আলোচনা করার কথা রয়েছে তার।
উল্লেখ্য, হামাসের সমর্থনে লেবানন সীমান্তে ইসরায়েলের ওপর আক্রমণ চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সে বিষয়ে লেবাননের সরকারের সঙ্গে আলোচনা করার কথা বেয়ারবকের। সূত্র: ডয়েচে ভেলে
বিডি প্রতিদিন/আজাদ