গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। দিনরাত বোমা হামলা ছাড়াও উপত্যকাটি অবরুদ্ধ করেছে ইসরায়েল। সেখানে খাদ্য, ওষুধ কিংবা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস ঢুকতে দিচ্ছে না ইহুদি বাহিনী ।
কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির আবদুল্লাহ আল-আরিয়ান বলেছেন, গাজার জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় মানবিক ত্রাণ আটকে রাখার জন্য ইসরাইল দায়ী।
তিনি বলেন, আমাদের যুদ্ধবিরতির দাবি জানাতে হবে এবং এখানেই প্রধান দায়িত্ব। কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ বিষয়ে কোনো প্রস্তাব পাস করতে অস্বীকৃতি জানাচ্ছে। আল-আরিয়ান আল জাজিরাক এই গবেষক বলেন, ‘এই বৈশ্বিক শক্তিগুলোর অধিকাংশের ইচ্ছার সম্পূর্ণ অভাব রয়েছে। তারা এই বিপর্যয়কর পরিস্থিতি দেখছে এবং কোনো পদক্ষেপ নেয়নি।
তিনি বলেন, রাফাহ ক্রসিংয়ে আমরা যা দেখছি তা আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের দুর্বলতা। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থানে বেসামরিক জনগোষ্ঠীর ওপর যে ব্যাপক মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, তাতে আমরা অত্যন্ত মর্মাহত।
বিডিপ্রতিদিন/কবিরুল