লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ তাদের এক যোদ্ধার মৃত্যুর ঘোষণা দিয়েছে। এতে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়াল।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, লেবাননের হুলা অঞ্চলে ইসরায়েলি অংশে মার্গালিয়টের মুখোমুখি হয়ে ওই যোদ্ধা নিহত হয়েছেন।
গাজার শাসকগোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন এক হামলা চালায়। একই সঙ্গে ইসরায়েল থেকে দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে হামাস। জিম্মিদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। তাঁদের মধ্যে দুই মার্কিন নাগরিক জুডিথ রানান (৫৯) এবং তাঁর মেয়ে নাতালি রানানকে (১৮) আজ শনিবার ছেড়ে দিয়েছে হামাস।বিডিপ্রতিদিন/কবিরুল