রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু একটি কমান্ড পোস্ট এবং সিনিয়র কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে ইউক্রেনের সামরিক অঞ্চল পরিদর্শন করেছেন।
বুধবার সেনাবাহিনীর বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, শোইগু পূর্ব ইউক্রেনের ‘ভস্তোক’ কমান্ড পোস্ট পরিদর্শন করেন এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে শোনেন।
সেনাবাহিনীর বিবৃতিতে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিও’তে দেখা গেছে শোইগু হেলিকপ্টারে করে পরিদর্শনে যাচ্ছেন। তবে তিনি কখন ওই অঞ্চল পরিদর্শন করেছেন সে সম্পর্কে কিছু বলা হয়নি।
পূর্ব ইউক্রেনের আভদিভকা শিল্প শহরে রুশ বাহিনী সম্প্রতি হামলা জোরদার করার প্রেক্ষাপটে শোইগু ওই অঞ্চল পরিদর্শনে যান।
এর আগে তিনি আগস্টের প্রথমে ওই এলাকা পরিদর্শন করেন।
সূত্র : মস্কো টাইমস।
বিডি-প্রতিদিন/বাজিত