রাশিয়ার একটি বিমানবন্দরের ভেতরে বিক্ষুব্ধরা ঢুকে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা ব্যক্তিরা তেল আবিব থেকে ফ্লাইট আসার খবরে বিমানবন্দরে ঢুকে বিক্ষোভ করে। এতে আহত হওয়ার ঘটনা ঘটে।
খবর অনুসারে, বিমানবন্দরটির নাম মাখাচকালা। এটি রাশিয়ার দাগেস্তান অঞ্চলে অবস্থিত। রবিবার সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে রেড উইং এয়ারলাইন্সের একটি ফ্লাইট তেল আবিব থেকে আসে। এ সময় বিমানবন্দরে আশেপাশে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভকারীরা বিমানবন্দরে ঢুকে পড়ে। বিক্ষোভের কারণে বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একাধিক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতর অনেক মানুষ। কিছু মানুষ ফিলিস্তিনির পতাকা প্রদর্শন করছিল।
রাশিয়ার তাসের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ইসরায়েলি-ফিলিস্তিন সংঘাত বন্ধের দাবি করছিল। আহতদের মধ্যে পুলিশ এবং বেসামরিক নাগরিক রয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বিডিপ্রতিদিন/কবিরুল