ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন।
ইরনার খবরে বলা হয়েছে, দুই পররাষ্ট্রমন্ত্রী গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
খবর অনুসারে, রবিবারের এই টেলিফোন আলাপে দুই পররাষ্ট্রমন্ত্রী সামষ্টিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তারা গাজায় নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি বর্বর আক্রমণ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
দুই পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় জরুরি মানবিক সহায়তা পাঠানোর গুরত্ব নিয়েও আলাপ করেন। অঞ্চলটি থেকে জোরপূর্বক ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হচ্ছে উল্লেখপূর্বক এটি রোধে সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়। তারা এই আলাপ চলমান রাখারও পক্ষেও কথা বলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল