৩০ অক্টোবর, ২০২৩ ১০:১১

গাজায় ইসরায়েলি হামলা সমর্থন করায় কুয়েতে ভারতীয় নার্স বহিষ্কার

অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলা সমর্থন করায় কুয়েতে ভারতীয় নার্স বহিষ্কার

প্রতীকী ছবি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলাকে সমর্থন করায় কুয়েত এক ভারতীয় নার্সকে বহিষ্কার করেছে। তাকে নিজ দেশ ভারতে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে দুই ভারতীয়কে বহিষ্কার করলো কুয়েত।

খবর অনুসারে, ওই নার্স কুয়েতের আল-সাবাহ হাসপাতালে কর্মরত ছিলেন। এর আগে তিনি হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সংহতি এবং ফিলিস্তিনিদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে ইসরায়েলি পতাকা প্রদর্শন করেন।

এই ঘটনায় আইনজীবী বন্দর আল-মুতাইরি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। 

 ওই নার্সকে জিজ্ঞাসাবাদে খোলাখুলিভাবে তিনি ইসরায়েলকে সমর্থনের কথা স্বীকার করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর