ইরানের রাজনৈতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি অপারেশন আল-আকসা ঝড়কে ইসলামী প্রতিরোধের (হামাসের) বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার বহিঃপ্রকাশ হিসাবে বর্ণনা করেছেন। তিনি সতর্ক করেছেন, গাজা সংঘাত বিস্তৃত হলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না।
সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বাগেরি কানি উল্লেখ করেন, ইরানের প্রতিনিধিরা রাশিয়ার রাজধানী মস্কোতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন রাজনৈতিক কর্মকর্তার সাথে বৈঠক করেছেন। ওই বৈঠকে সব পক্ষই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছে যে, ফিলিস্তিনি প্রতিরোধ এমন এক ধরনের পরিপক্কতায় পৌঁছেছে, তারা সুদূর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারে।
তিনি আরও বলেন, তিনি যে বিষয়টির ওপর জোর দিতে চান তা হলো- ৭ অক্টোবর অপারেশন আল-আকসা ঝড় ইহুদিবাদী শাসনব্যবস্থার নিরাপত্তা ব্যবস্থার হৃদয়ে অপূরণীয় কম্পন সৃষ্টি করেছে।
ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাঁপুনি মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের কৌশলগত মানসিকতাকে নাড়া দিয়েছে যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফা অবস্থান নিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল