গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে ৮ হাজার ৭৯৬ জন নিহত হয়েছে।
মঙ্গলবারের সংখ্যা থেকে এটি বৃদ্ধি পেয়েছে ২৭১ জন। মন্ত্রণালয় বলছে, গাজা উপত্যকায় নিহতদের মধ্যে ৩ হাজার ৬৪৮ জন শিশু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তারা বিশ্বাস করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান নির্ভরযোগ্য।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট।
বিডিপ্রতিদিন/কবিরুল